জে.এস.সি (JSC), এস.এস.সি (SSC) ও এইচ.এস.সি (HSC) রেজাল্ট দেখার নিয়ম ২০20



জে.এস.সি (JSC)/ জেডিসি (JDC), এস.এস.সি (SSC)/দাখিল (Dakhil)/ভোকেশনাল (Vocational) ও এইচ.এস.সি (HSC) ইত্যাদি রেজাল্ট দেখার নিয়ম প্রায়ই একই। তাই প্রিতিবছর নতুনত্বের কোনো প্রয়োজন হয় না।
উপরোক্ত সকল পরীক্ষার রেজাল্ট দুই ভাবে দেখতে পারেনঃ
- মোবাইলে এস এম এস (SMS) এর মাধ্যমে।
- ওয়েবসাইট থেকে।
1. মোবাইল থেকে দেখার প্রক্রিয়াঃ
জেএসসি (JSC) রেজাল্ট মোবাইল থেকেঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। তারপর-
আপনি JSC পরীক্ষা যেই বোর্ড থেকে দিচ্ছেন সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর, আপনার রোল নম্বর যেই বছর পরীক্ষা দিচ্ছে সেই বছর
তারপর Send করে দিন 16222 নম্বরে।
প্রতি এস এম এস (SMS) এ ২.৩০ টাকা কাটা হবে।
Ex: JSC DHA 634084 2020 send to 16222
এসএসসি (SSC) রেজাল্ট মোবাইল থেকেঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। তারপর-
আপনি SSC পরীক্ষা যেই বোর্ড থেকে দিচ্ছেন সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর, আপনার রোল নম্বর যেই বছর পরীক্ষা দিচ্ছে সেই বছর
তারপর Send করে দিন 16222 নম্বরে।
প্রতি এস এম এস (SMS) এ ২.৩০ টাকা কাটা হবে।
Ex: SSC DHA 423161 2020 send to 16222
এইচএসসি (HSC) রেজাল্ট মোবাইল থেকেঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। তারপর-
HSC আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর আপনার রোল নম্বর যেই বছর পরীক্ষা দিচ্ছে সেই বছর
তারপর Send করে দিন 16222 নম্বরে।
প্রতি এস এম এস (SMS) এ ২.৩০টাকা
কাটা হবে।
Ex: HSC DHA 423161 2020 send to 16222
2. ওয়েবসাইট থেকে দেখার নিয়ম:
¤জে.এস.সি (JSC), এস.এস.সি (SSC) ও এইচ.এস.সি (HSC) রেজাল্ট এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন।
- প্রথমে এই লিংকটিতে ক্লিক করুন educationboardresults.gov.bd
- এবার আপনি JSC পরীক্ষার্থী হলে JSC, SSC পরীক্ষার্থী হলে SSC আর আপনি HSC পরীক্ষার্থী হলে HSC সিলেক্ট করুন
- Year সিলেক্ট করুন, যেই বেছরে আপনার রেজাল্ট প্রকাশ হল সেই বছর।
- Board সিলেক্ট করুন, যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন।
- Roll হবে আপনার জেএসসি (JSC)/এসএসসি (SSC) /এইচ.এস.সি (HSC) এর রোল নম্বর।
- Reg: No এর ঘরে আপনার জেএসসি (JSC)/এসএসসি (SSC) /এইচ.এস.সি (HSC) এর রেজিষ্টেশন নম্বর দিতে হবে।
- 7 + 9 এরকম যদি থাকে তাহলে যা যা সংখ্যা থাকবে তা যোগ করে সেই ঘরে বসাতে হবে, যেমন: 16
এবার Submit বাটনে ক্লিক করুন। আপনার সামনে রেজাল্ট বের হয়ে যাবে।



¤ অথবা এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন :
web best results এই লিংকটিতে ক্লিক করুন।
এই ওয়েবসাইটে রেজাল্ট দেখার নিয়মটাও প্রায় একই একটু চেষ্টা করলেই পারবেন, আর না পারলে আমাদেরকে জানান, আমরা আপনার জিজ্ঞাসার উত্তর সাথে সাথে দেওয়ার চেষ্টা করব।
আমরা আপনাদের সকলের রেজাল্টের শুভ কামনা করছি।
আর যাদের রেজাল্ট খারাপ হবে বা হয়েছে (আল্লাহ না করুক) তাদেরকে বলব আপনারা হতাশ হবে না, মনে রাখবেন বিশ্বের বেশিরভাগ বিখ্যাত ব্যক্তিরাই ফেল বিভিন্ন পরীক্ষায় ফেল বা রেজাল্ট কম পেয়ে ভালো কিছু করেছেন। ( Best of Luck)